ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ , ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন
​রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। তবে এর উৎপত্তিস্থল বঙ্গোপসাগর ও ভারতের কাছাকাছি এলাকায় হওয়ায় বাংলাদেশে খুব বেশি কম্পন অনুভূত হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের এক কর্মকর্তা বলেন, এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা-সংলগ্ন বঙ্গোপসাগরই এর উৎসস্থল। আর উৎপত্তিস্থল পানিতে হওয়ার ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। 

বাংলাদেশ থেকে উৎপত্তিস্থল ছিল ৫০১ কিলোমিটার দূরে উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশে এটি খুব কম মাত্রায় অনুভূত হয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলীয় এলাকায় বেশি অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ