ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​আমরা তর্কে জড়ালে স্বৈরাচার সুযোগ পাবে: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০৯:০৪:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০৯:০৪:২৬ অপরাহ্ন
​আমরা তর্কে জড়ালে স্বৈরাচার সুযোগ পাবে: তারেক রহমান ​ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদের খেয়াল করতে হবে তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সে স্বৈরাচার হোক অথবা এমন হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও সঠিক নির্বাচন হলে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। অধিকাংশ মানুষ মনে করে, দেশে যদি একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপিই সরকার পরিচালনার দায়িত্ব পাবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ২টায় খুলনা সার্কিট হাউস মাঠে মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তারেক রহমান বলেন, গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবাইকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে, যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে। যেকোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশ যে সর্বনাশের খাদের কিনারে চলে গেছে, সেখান থেকে উঠিয়ে আনতে সক্ষম হব।

তিনি আরও বলেন, আজ আমরা দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা করছি। দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার চেষ্টা করছি। দলের ভেতরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে দলে ভিত্তি যেমন শক্তিশালী হবে। তেমনি দল পরিচালনার দায়িত্ব যখন ধীরে ধীরে সঠিক ব্যক্তিদের কাছে ফিরে যাবে। যারা দলকে নেতৃত্ব দিলে দল সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে।

তারেক রহমান বলেন, রাজনীতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদের খেয়াল করতে হবে তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সে স্বৈরাচার হোক অথবা এমন হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সংস্কার নিয়ে যদি প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান থেকে দূরে সরে যাব। আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সফলতা বা সফলতার দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছি। কিন্তু এখনো সম্পূর্ণভাবে সফল হতে পরিনি। এখনো সামনে অনেক কাজ বাকি আছে। যে কাজগুলো বাকি আছে, সে কাজগুলো আমাদেরকে করতে হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ