ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​রমজানের পবিত্রতা ও নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০৬:৩০:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০৬:৩০:৪২ অপরাহ্ন
​রমজানের পবিত্রতা ও নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে প্রস্তুতি সভা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
আসন্ন রমজানের পবিত্রতা বজায় রাখা ও নিত্যেপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ফেনী জেলা প্রশাসনের প্রস্তুতি সভা সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীস্থ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মন্‌জুর আহ্‌সান।

ফেনী জেলা প্রশাসক বলেন, আসন্ন রমজানের পবিত্রতা বজায় রাখা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে ফেনী জেলা প্রশাসন সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এজন্য তিনি ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।  

এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, স্টার লাইন গ্রুপ'র ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঞা, ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন, ফেনী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহাবুদ্দিন, ফেনী জেলা তথ্য অফিসার এস.এম আল আমিন, ফেনী জহিরিয়া মসজিদ মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুল হক, ফেনী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শামসুল আরেফিন, ফেনী জেলা হোটেল মালিক রেস্তোরাঁ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আফসার কবির শাহাজাদা, পিডিবির সহকারী প্রকৌশলী মতুর্জা ফারুক, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ইসমাঈল হোসেন, শহর ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক মুশফিকুর রহমান পিপুল, হেলাল উদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, উপজেলা অফিসারবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ