ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত
আপলোড সময় :
২৯-০৯-২০২৪ ০৭:৩৩:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৯-২০২৪ ০১:১০:০৫ অপরাহ্ন
ফাইল ফটো/ফোকাস বাংলা নিউজ
বাংলা স্কুপ, ২৯ সেপ্টেম্বর ২০২৪:
দেশে ডেঙ্গুতে চলতি বছরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে গত ২৪ ঘণ্টায়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৫৮ জন মারা গেলেন।
একই সঙ্গে এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২২১ জন। হাসপাতালে রোগী ভর্তির এই সংখ্যাও চলতি বছরের সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো ২৯ হাজার ৭৮৬ জন।
রোববার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সাত মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারও আগে গত ১৮ এবং ২২ সেপ্টেম্বর ৬ জন করে মারা গিয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। আর ২২সেপ্টেম্বর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৯২৬ জন, যা শনিবার পর্যন্ত চলতি বছরে সর্বোচ্চ ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬৭, ঢাকা উত্তর সিটিতে ২০৬, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮, খুলনা বিভাগে ১৩৪ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ২৮ নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত এক দিনে সারাদেশে ১০৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৩১ জন।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স