ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​নিহত বিদ্যুৎকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা অর্থসহায়তা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০৪:৫৪:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০৪:৫৫:১৮ অপরাহ্ন
​নিহত বিদ্যুৎকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা অর্থসহায়তা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন পরিবাগ এলাকায় ফিডারের সক্ষমতা বৃদ্ধির কাজ চলাকালে মই থেকে পড়ে গিয়ে নিহত বিদ্যুৎকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রেল ভবনে উপদেষ্টার কার্যালয়ে এই চেক হস্তান্ত করেন তিনি।

এ সময় উপদেষ্টা ভবিষ্যতে কাজের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন।

গত ২৩ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান JV of CNTIC and SPTTC, China এর লাইনম্যান জাহিদুল ইসলাম মই থেকে পড়ে গিয়ে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। জাহিদুল ইসলামের পরিবারের পুনর্বাসনের জন্য তার বাবা এবং স্ত্রীকে দুই লক্ষ পঞ্চাশ টাকার দুইটি পৃথক পেঅর্ডারে মোট পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

​রাজধানীতে আবারও বিদ্যুৎকর্মীর মৃত্যু


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ