ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​সাবেক আইজিপি মামুনসহ নতুন মামলায় গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০১:৩৬:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:৩৬:২৮ অপরাহ্ন
​সাবেক আইজিপি মামুনসহ নতুন মামলায় গ্রেপ্তার ৫ ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ পাঁচজনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতি ও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল ইসলাম রাসেল।সোমবার এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। 

এর মধ্যে আদাবর থানার হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন, খিলগাঁও থানার হত্যা মামলায় আমির হোসেন আমু, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও রামপুরা থানার হত্যাচেষ্টা মামলায় শাফি মুদ্দাসির খান জ্যোতি ও মোহাম্মদপুর থানার হত্যা মামলায় নাইমুল ইসলাম রাসেলকে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ