ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​উপদেষ্টা নাহিদের পদত্যাগের গুঞ্জন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৮:৪৭:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৮:৫২:১৭ অপরাহ্ন
​উপদেষ্টা নাহিদের পদত্যাগের গুঞ্জন ​ফাইল ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় সাক্ষাৎ করতে গিয়েছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এসময় গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল। তবে যখন যমুনা থেকে বের হন, তাঁর গাড়িতে জাতীয় পতাকা ছিল না। এতেই গুঞ্জন ছড়িয়েছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাতের পর এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এখনও কেউ তা নিশ্চিত করেনি। 

গুঞ্জন ও পদত্যাগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, আমি পদত্যাগ করিনি। এর আগে নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন।  

এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, উনি (নাহিদ) প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন, শুধু এটুকু জানি। তথ্য উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা সাক্ষাৎ করেছেন। আমরা এটা নিয়মিত সাক্ষাৎ বলেই জানি।

উল্লেখ্য, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আগামী বুধ বা বৃহস্পতিবার আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর আগে  তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবন নাহিদ ইসলাম। তিনি নতুন ওই রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন বলে জানা গেছে। নাহিদ ইসলাম গত বছরের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের  উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে ১৬ আগস্ট থেকে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সংশ্লিষ্ট সূত্রমতে, নাহিদ ইসলামের পদত্যাগের পর শূন্য হওয়া তথ্য উপদেষ্টার পদে যাচ্ছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। নতুন দল গঠনের লক্ষ্যে তথ্য উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের তথ্য প্রকাশের পর থেকেই ওই পদে কে আসছেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামও উঠে আসে নতুন তথ্য উপদেষ্টা হিসেবে। গত সপ্তাহে তাঁকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। একটি অসমর্থিত সূত্র জানায়, শফিকুল আলম বা নতুন করে কাউকে উপদেষ্টা পদে আনার সম্ভাবনা আপাতত নেই। মাহফুজ আলমই হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা।

নাহিদ ইসলাম ও মাহফুজ আলম দুইজনই জুলাই-আগস্ট বিপ্লবের প্রথম সারির ছাত্র সমন্বয়ক। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নতুন তথ্য উপদেষ্টা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের। গত ১০ নভেম্বর মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছিলেন তিনি। এরও আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন মাহফুজ আলম। তাঁর বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাবিতে আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ