ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রদলকে প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। এটা সহ্য করতে না পেরে শিবিরের সঙ্গে বিরূপ আচরণ করছে এ ছাত্র সংগঠনটি।
তিনি অভিযোগ করে বলেন, ছাত্রলীগের পথ অনুসরণ করে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ক্যাম্পাসে দখলদারিত্ব চালাচ্ছে ছাত্রদল।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি।
জাহিদুল ইসলাম বলেন, খুলনায় কুয়েটের ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের বিরুদ্ধে ‘জবাই’ করার স্লোগান দিয়েছে। ওই ঘটনায় ছাত্রদল তার কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ঘটনার দায় শিবিরের ওপর চাপানোর অপচেষ্টা চালিয়েছে।
সংবাদ সম্মেলন থেকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান শিবির নেতারা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, নিন্দা জানালো ছাত্রদল