রাজনৈতিক অস্থিতিশীলতায় সংস্কার বাস্তবায়ন অসম্ভব: তারেক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০২-২০২৫ ০৭:৩৩:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০২-২০২৫ ০৭:৩৩:৫৮ অপরাহ্ন
ফাইল ছবি
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে কোনো সংস্কার প্রস্তাবই বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ‘দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত’ থেকে ফিরিয়ে আনতে যতো দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ দিয়েছেন তিনি।
তারেক রহমান বলেন, সরকারের কিছু লোকজনের কথাবার্তায় মনে হচ্ছে তারা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। তার মতে, সংসদ কার্যকর হতে যতো সময় লাগবে, ততোই বাড়বে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ সব ক্ষেত্রের অস্থিরতা বাড়বে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১-দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এসময় তারেক রহমান বলেন, কোন নির্বাচন আগে বা পরে তা নিয়ে দাবি থাকতেই পারে। দেশে একটি অস্থিরতা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে সহায়তা। কিন্তু অনেকের কথা শুনে মনে হচ্ছে- সরকার তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। এতে রাজনীতিতে দ্বিধা-দ্বন্দ্ব, অস্থিরতা আরও বাড়াবে। এমন হলে অর্থনীতিও বিপদের মুখে পড়বে। তাই মূল লক্ষ্য হওয়া উচিত, দেশকে যতো দ্রুত সম্ভব স্থিতিশীলতা অবস্থায় ফিরিয়ে আনা।
তিনি বলেন, স্বৈরাচার ব্যবস্থা থেকে বের হতে হলে একজন ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি সেটা বাস্তবায়ন করতে চায়। কিন্তু সংসদবিহীন কোনো সরকারের সেটি করা সম্ভব নয়। যারা সংস্কারের কথা বলছেন, এদের মতো ২০০৮ সালেও সংস্কারের কথা বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটা আর স্বৈরাচার সরকার করেনি। ২০০৮ সালে নির্বাচনে ঘাপলা ছিল। সাবেক প্রধানমন্ত্রীর কথায় সেগুলো প্রমাণিত হয়েছিল। ২০০৮ সালে জনগণের প্রকৃত ভোটে তারা ক্ষমতায় আসেনি।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিশেষ একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য পতিত স্বৈরাচার সরকার শিক্ষা স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাত ইচ্ছা করে ধ্বংস করেছিলো।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স