গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, কী ঘটেছিল রাতে?
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৩-০২-২০২৫ ০৬:৩৩:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০২-২০২৫ ০৭:৫৭:৩৬ অপরাহ্ন
ফাইল ছবি
ছোট পর্দায় অভিনয় করে অল্প সময়ে পরিচিতি লাভ করা তরুণ অভিনেতা আজিজুর রহমান আজাদ ডাকাতের হামলায় আহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়ার জিরাবোতে নিজ বাড়িতে ডাকাতের উপস্থিতি টের পেলে ধস্তাধস্তি হয়। এরপর আজাদকে উদ্দেশ্য করে গুলি করে ডাকাতেরা।
এ সময় আহত হন অভিনেতার স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন্নাহার। আজাদ এবং তার স্ত্রী ও মাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজাদের নিকটাত্মীয় ও চলচ্চিত্র পরিচালক তপু খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তপু খান বলেন, আজাদের পায়ে গুলি লেগে মাংসপেশি ছিঁড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ভোরে হাসপাতালে আনা হয়। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাঁর এমআরআই করা হয়েছে। আগের চেয়ে কিছুটা ভালো।
এদিকে, অভিনেতা আজাদ জানিয়েছেন, রোববার ভোরে বাড়ির গ্রিল কাটার শব্দে ঘুম ভাঙে তার। পরে বাড়িতে দুর্বৃত্তের উপস্থিতি বুঝতে পারেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তাকে রক্ষা করার পর জন্য এগিয়ে আসলে দুর্বৃত্তদের হামলায় তার স্ত্রী ও মা আহত হন। পরে স্থানীয়রা আজাদকে উদ্ধার করে হাসপাতালে নেন।
এ ঘটনায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি আমরা। তবে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
প্রসঙ্গত, অভিনেতা আজাদকে ‘ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা গেছে। নির্মাতা তপু খান, কাজল আরেফিন অমি থেকে শুরু করে বিভিন্ন পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। টিভিসিসহ হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট’র মতো জনপ্রিয় কনটেন্টগুলোতে দেখা গেছে তাকে। এ ছাড়া ‘লিডার’ সিনেমায়ও কাজ করেছেন এ অভিনেতা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স