ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ধর্ষণের প্রতিবাদে আসাদ গেটে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৩:৩৭:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৩:৩৭:১০ অপরাহ্ন
​ধর্ষণের প্রতিবাদে আসাদ গেটে সড়ক অবরোধ ​ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর আসাদ গেটে সড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাস্তা অবরোধ করেন তারা। এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আসাদ গেট এলাকায় যানজটের সৃষ্টি হয়।  

মোহাম্মদপুর জোনের পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদুর রহমান জানান, আসাদ গেট এলাকায় রাস্তা বন্ধ করে কিছু শিক্ষার্থী বিক্ষোভ করছেন। এ জন্য আশেপাশের কিছু পয়েন্টে যানবাহন চলাচল সীমিত রয়েছে।

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় ইডেন কলেজের বকুলতলায় ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ওই কলেজে শিক্ষার্থীরা। এছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ