ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​পঞ্চম বিয়ে করায় স্বামীকে হত্যার অভিযোগ চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৩:১৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৩:১৯:৩৬ অপরাহ্ন
​পঞ্চম বিয়ে করায় স্বামীকে হত্যার অভিযোগ চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে
চট্টগ্রাম নগরে মো. আলাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে। পঞ্চম বিয়ে করায় স্ত্রী নুর জাহান (২৩) তাকে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর গ্রামবাসীর সহযোগিতায় অভিযুক্ত নুর জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মণিরুজ্জামান জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুরী থানাধীন মতি আলম বাজার এলাকায়।

ওসি মণিরুজ্জামান বলেন, ‘নিহত আলাউদ্দিন আগে চারটি বিয়ে করেন। চতুর্থ স্ত্রী নুর জাহান তার সঙ্গে হালিশহরের বাসায় থাকতেন। এরই মধ্যে আলাউদ্দিন চতুর্থ স্ত্রীকে না জানিয়ে আবারও পঞ্চম বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে চতুর্থ স্ত্রী রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর জাহান বেগমকে গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

হালিশহর থানার এসআই আবু আসাদ মিয়া বলেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। চারটি বিয়ে করলেও তার সঙ্গে আছেন চতুর্থ স্ত্রী। বাকি তিন স্ত্রী কোথায় আছেন এখনও খোঁজ নিইনি। চতুর্থ স্ত্রীকে না জানিয়ে আলাউদ্দিন আবারও বিয়ে করেন। বিষয়টি নিয়ে চতুর্থ স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি ও মনোমালিন্য চলছিল। শনিবার রাতে এ বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে ঘুমন্ত আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে




প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ