হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়কের জন্য অধিগ্রহণ করা জমির মাটি খোঁড়ার সময় একে একে সাতটি মরদেহের কঙ্কাল বের হয়ে এসেছে। উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও এলাকায় শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। যারা দায়িত্ব পালন করছেন, তারাই ভালো বলতে পারবেন এ সম্পর্কে। ওসি কামাল হোসেন বলেন, “মহাসড়কের জন্য অধিগ্রহণ করা জমিতে কবরস্থানের কিছুটা জায়গা পড়েছে। মাটি খোঁড়ার সময় সাতটি মরদেহের মাংস ঝরে যাওয়া কঙ্কাল বের হয়ে আসে। পরে ধর্মীয় রীতি অনুসরণ করে সেগুলো অন্যত্র নিয়ে দাফন করা হয়।”
এলাকাবাসী জানান, ওই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে। সেখানে কাজ করা শ্রমিকরা মহাসড়কের জন্য অধিগ্রহণ করা জমির মাটি খোঁড়ার সময় একে একে সাতটি মরদেহের কঙ্কাল দেখতে পান। পরে সেগুলো উত্তোলন করে অন্যত্র নিয়ে কবরস্থ করা হয়। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন