আদালতে আইনজীবী সেজে গুলি করে হত্যা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-০২-২০২৫ ০৫:০৭:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০২-২০২৫ ০৫:০৭:০৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার আদালতের ভেতরে আইনজীবী সেজে এক গ্যাংস্টারকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার এই হত্যাকাণ্ড ঘটে। এক নারী কৌশলে একটি বইয়ের ভেতর পিস্তল লুকিয়ে সেটি বিচারকের কক্ষে নিয়ে যান। পরে অস্ত্রধারী সেই পিস্তল দিয়ে সাঞ্জেয়া কুমারা সমরারত্নে নামের এক গ্যাংস্টারকে গুলি করে হত্যা করে।
পুলিশ জানায়, কলম্বোতে গ্যাং সদস্যদের মধ্যে চলমান বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। সমরারত্নে ২০২৩ সালে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক হত্যার তদন্ত চলছিল।
অস্ত্রধারী গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ দ্রুত তাকে আটক করে। এছাড়া পিস্তল সরবরাহ করা নারীকে শনাক্ত করা হয়েছে এবং তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় তথ্য দিলে নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।
এ ঘটনার পর আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন থেকে বিশেষ আসামিদের আদালতে হাজির করার সময় সশস্ত্র রক্ষীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, যা শ্রীলঙ্কার আদালতের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা।
সূত্র : বিবিসি
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স