ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​লক্ষ্মীপুরে জামায়াত আমির

'আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৪:৩৪:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৬:৩৩:৪১ অপরাহ্ন
'আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত' ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
চলতি মাসের ২৫ তারিখের মধ্যে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মীকে কারাগারে নিতে অন্তর্বর্তী সরকারকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন দলটির আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী কোনো দলের লোক কোথাও চাঁদাবাজি, দখলবাজি ও জলুমবাজির সাথে যুক্ত হয় না। কারণ তারা আল্লাহকে ভয় করে।

জামায়াতের আমির বলেন, নতুন প্রজন্মের তরুণেরা দেখিয়ে দিয়েছে কীভাবে রক্ত দিতে হয়। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। যাদের রক্তের বিনিময়ে আজ একটি স্বাধীন দেশে কথা বলতে পারছি, তাদের স্যালুট জানাই। এটি ধরে রাখতে হবে।

জুলাই-আগস্টে হতাহতের স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতিকে ঘৃনা করি। জুলাই-আগস্টে যুবকেরা বুক পেতে দিয়ে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই। তাদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে হবে। স্বাধীনতার ৫৩ বছরেও দেশের মানুষ মুক্তি পায়নি। আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে এই দেশের মানুষ মুক্তি পেতে চায়। আর জামায়াতে ইসলামী মানুষের মুক্তির জন্যেই সেই কাজটি করছে।

জনসভার সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূইয়া। সঞ্চালনা করেন সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

এদিকে, ২৮ বছর পর লক্ষ্মীপুরে খোলা মাঠে জামায়াতের এই জনসভায় অংশ নিতে সকাল থেকে মিছিলে মিছিলে আসতে থাকেন নেতা-কর্মীরা। সভা শুরুর আগে সামাদ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ