ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গরমে স্যুট কেন পড়তে হবে, প্রশ্ন জ্বালানি উপদেষ্টার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০২-২০২৫ ০২:৪৯:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০২-২০২৫ ০২:৪৯:২৯ অপরাহ্ন
গরমে স্যুট কেন পড়তে হবে, প্রশ্ন জ্বালানি উপদেষ্টার ​ফাইল ছবি
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না উল্লেখ বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আমরা জ্বালানি সংকটের মধ্যে রয়েছি। তাই বিদ্যুতের অপচয় বন্ধ করতে হবে। 

তিনি বলেন, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে স্যুট কেন পড়তে হবে? গরমকালে স্যুট না পড়লে কেউ আনস্মার্ট হয়ে যাবে না। স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে এক অনুষ্ঠানে এ কথা জানান উপদেষ্টা।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায়ও এসির তাপমাত্রা ২৫ নির্দিষ্ট করেছে। দেশটিতে বিদ্যুতের কোনো অভাব নেই। কার্বন নিঃসরণ কমাতে দেশটিতে এই পদ্ধতি অবলম্বন করেছে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে উত্তরণে আচরণ পরিবর্তন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে ফাওজুল কবির বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা স্বত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮.৯০ টাকা। অথচ সরকার কেনে ১২ টাকায়।’

ভবিষ্যতে যারা নতুন করে লাইনের গ্যাস চাইবে তাদের বাড়তি দাম দিতে হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, ‘৭০ টাকায় গ্যাস কিনে সরকার কমদামে দিতে পারবে না।’

নিরাপদ আশ্রয়ে থেকে দেশের উন্নতি হবে না উল্লেখ করে তিনি বলেন, সকল বাধা ডিঙিয়ে আমাদের কাজ করতে হবে। আগের মতো সব চলার জন্য জুলাই অভ্যুত্থান হয়নি। সব প্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল হতে হবে।

উপদেষ্টা আরও বলেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি কোনো লক্ষ্যমাত্রা ঠিক করতে পারেনি। শহরে বসে সেমিনার করে কোনো লাভ নেই। এ সময় ইডকল কর্মকর্তাদের প্রকল্প এলাকায় যাওয়ার কথাও বলেন তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ