কড়াইল বস্তি ও খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০২-২০২৫ ১২:০৩:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০২-২০২৫ ০১:১০:৩০ অপরাহ্ন
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি : সংগৃহীত
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুনে ৬১টি বস্তি ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৪ মিনিটে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং ৬১টি বস্তি ঘর পুড়ে যায়।
প্রায় এক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ের তালতলায় একটি স’মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন স’মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লাগে এবং সিলিন্ডার বিস্ফোরিত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট রাত দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অন্তত ২০ টি দোকান ও দুটি স’মিল পুড়ে গেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স