খিলগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০২-২০২৫ ০৯:০০:১২ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০২-২০২৫ ০৯:২৯:৪১ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় একটি করাতকলে আগুন লেগেছে। আগুন পার্শ্ববর্তী একটি গ্যারেজেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও কোনও হতাহতের খবর জানা যায়নি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স