বিএনপির ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত
আপলোড সময় :
২৯-০৯-২০২৪ ১২:২৮:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৯-২০২৪ ১২:২৮:৪৮ অপরাহ্ন
বাংলা স্কুপ, ২৯ সেপ্টেম্বর ২০২৪:
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২টার পর বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে।
যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে গত ৭ জুলাই এ কমিটি ঘোষণা করা হয়েছিল।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স