মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
জাতির মুক্তিসংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০২-২০২৫ ০৬:৪৭:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০২-২০২৫ ০৮:১২:১০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতির মুক্তি সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালের আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। এটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন।
তিনি আরও বলেন, আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি, যেখানে নিত্যনতুন প্রযুক্তি প্রধান ভূমিকা রাখছে। প্রযুক্তির প্রাধান্য সঙ্গেই ভাষার প্রাধান্য আসে। যে দেশের প্রযুক্তি বিশ্বে নেতৃত্ব দেবে, সেই দেশের ভাষার প্রতি বিশ্ববাসীর আগ্রহ বাড়বে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রযুক্তি ছাড়াও যেকোনো একটি দিক থেকে যদি কোনো জাতি নেতৃত্ব দিতে পারে, তবে সে দেশের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ বাড়বে।ইতিহাসকে কেন্দ্র করে ইউনেসকো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে বাংলাদেশ নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় এই দিনটিকে বিশেষ সম্মান প্রদান করা হয়।
প্রসঙ্গত, এবারে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক পেয়েছে তিন দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান। মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় পদক পান ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ এবং বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রাখার জন্য পদক পান ইংল্যান্ডের কবি, লেখক ও অনুবাদক জোসেফ ডেভিড উইনটার এবং মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ইউনেসকো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পায় প্যারিস অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
অনুষ্ঠানে বিজয়ীদের পদক হিসেবে একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র ও প্রাইজমানি প্রদান করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স