ভাষাশহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০২-২০২৫ ০৩:৪২:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০২-২০২৫ ০৩:৪২:০৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আরও ছিলেন– যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) ও সুমন চৌধুরী।
এছাড়া একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে ভোরে ডিআরইউতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স