ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর শাড়ি গলায় পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০২-২০২৫ ০২:১৩:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০২-২০২৫ ০২:১৩:১৭ অপরাহ্ন
স্ত্রীর শাড়ি গলায় পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা ছবি : প্রতীকী
বগুড়ার শেরপুরের শুভ পাল (২৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের দক্ষিণ সাহাপাড়া এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।নিহত শুভ ওই এলাকার অমিত পালের ছেলে।

নিহতের মা লেটা পাল জানান, বৃহস্পতিবার দুপুরে আমরা প্রতিবেশীর বিয়ে বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির দ্বিতীয় তলায় নিজ ঘরে স্ত্রীর শাড়ী দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শুভ। দুপুর ৩টার দিকে বাড়িতে এসে শুভকে ডাকাডাকি করা হয়। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে বারান্দার জানালা দিয়ে দেখি শুভ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে স্থানীয়দের সহযোগীতায় তার মরদেহ উদ্ধার করা হয়।শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ