ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে শিশুরাও

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০২-২০২৫ ০১:৫৪:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০২-২০২৫ ০১:৫৪:০৩ অপরাহ্ন
শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে শিশুরাও সংবাদচিত্র: সংগৃহীত
ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেছেন নানান শ্রেণি-পেশার মানুষ। নানান বয়সী মানুষের ভিড়ে শিশুদের উপস্থিতিও চোখে পড়ার মতো। বাবা মায়ের হাত ধরে ছোট ছোট পায়ে এগিয়ে গিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে তারাও।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনার প্রাঙ্গণে দেখা যায়, বাবা-মায়ের সঙ্গে শ্রদ্ধা জানাতে এসেছে অনেক শিশু। অবুঝ মনে বোঝার চেষ্টা করছে মহান ভাষা দিবসের মহত্ত্ব। তাদের কেউ কেউ করছে ছোটাছুটি, আবার কেউ কেউ কৌতূহলী চোখে এদিক ওদিক চেয়ে আছে। শিশুদের পোশাকেও দেখা গেছে শোকের রঙের উপস্থিতি। কেউবা মাথায় বেঁধেছে অমর একুশে লেখা সম্বলিত ফিতা, কারও হাতে জাতীয় পতাকা ও ফুল, আবার কেউ কেউ মুখে রঙ-তুলিতে রাঙিয়েছেন একুশের বার্তায়। বাবা-মায়েরাও খুশি সন্তানদের বায়ান্ন সম্পর্কে ধারণা দিতে পেরে, জাতির মহান ইতিহাস সম্পর্কে জানাতে পেরে।

বনশ্রী কিন্ডার গার্ডেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নুহাস বলেন, ‘আজ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস। ১৯৫২ সালে এইদিন অনেক মানুষ ভাষার জন্য জীবন দিয়েছিল। তাদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছি।’নুহাশের বাবা শহীদুল খান বলেন, ‘বাঙালি ও বাংলাদেশের যে পরিক্রমা তাতে ভাষা আন্দোলন অন্যতম গুরুত্ব বহন করে। কারণ বায়ান্নর ধারাবাহিকতায় আমরা ৭১ ও ২৪ পেয়েছি। তাই সন্তান সচেতন নাগরিক ও একজন গর্বিত বাঙালি হিসেবে গড়ে তুলতে শহীদ মিনারে নিয়ে এসেছি।’মোহাম্মদপুর থেকে বাবা-মায়ের সঙ্গে এসেছেন প্রথম শ্রেণির শিক্ষার্থী সাইমা। সাইমা বলেন, ‘শহীদ মিনারে এসেছি আব্বু-আম্মুর সঙ্গে। ফুল দিয়েছি।’সাইমার বাবা খালেদ সাইফুল্লাহ বলেন, ‘মেয়েকে আমাদের ইতিহাস সম্পর্কে সচেতন করতে শহীদ মিনারে আনা। ভাষার জন্য আমাদের জাতি কত বড় আত্মত্যাগ করেছে যেনও বুঝতে পারে।’
 
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ