ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির গাড়ি বহর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-০২-২০২৫ ০১:৩৪:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০২-২০২৫ ০১:৩৪:৫০ অপরাহ্ন
দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির গাড়ি বহর ফাইল ছবি

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির গাড়ি বহর দুর্ঘটনার কবলে পড়েছে। পশ্চিমবঙ্গের বর্ধমানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে সৌরভের গাড়ির কোনো ক্ষতি হয়নি। ভারতীয় দৈনিক আনন্দবাজার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাড়ি বহরের সামনে থাকা একটি লরি হঠাৎ ব্রেক করায় দুর্ঘটনা ঘটে।

সৌরভের গাড়ি চালক যথাসময়ে ব্রেক করায় বেঁচে যায় দুর্ঘটনা থেকে। তবে বহরে থাকা পেছনের দুটি গাড়ির মধ্যে আচমকা ব্রেকের কারণে সংঘর্ষ হয়। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়।এদিন বর্ধমান ক্রীড়া সংস্থা সৌরভকে সংবর্ধনা দেয়। এ ছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ভাষণও দেন সৌরভ।

ভারতের সাবেক অধিনায়ক বলেন, “আমি আপ্লুত। খুব ভাল লাগছে বর্ধমানে আসতে পেরে। তার থেকেও খুশি আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। অনেক দিন ধরেই বর্ধমান ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আসার জন্য বলা হচ্ছিল। আজ আসতে পেরে খুব ভাল লাগছে।” ৫০ বছর ধরে বর্ধমান ক্রীড়া সংস্থার সঙ্গে সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) কাজ করছে। জেলা থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে। আগামী দিনেও এই ভাবে জেলা থেকে খেলোয়াড় তুলতে হবে।“

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ