আগে স্থানীয় নির্বাচন চায় গণঅধিকার পরিষদ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০২-২০২৫ ০৮:৫০:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০২-২০২৫ ০৮:৫০:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পরিবেশ নেই। তাই আগে স্থানীয় নির্বাচন হলে প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা পরীক্ষা হবে। মানুষও ভোট দেবার সুযোগ পাবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে পরিষদ নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করে দলটিকে ভোটের মাঠের বাইরে রাখার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।
নুর বলেন, আওয়ামী লীগ ও তার জোটের কোনো দল যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই কথা কমিশনকে জানানো হয়েছে।
ইসিতে দল নিবন্ধনের শর্তকে ইতিবাচক উল্লেখ করে গত নির্বাচনের আগে নামসর্বস্ব যেসব দলের নিবন্ধন আছে ভোটের আগে তাদেরটা বাতিল করার দাবি জানিয়েছেন দলটির নেতারা। পাশাপাশি বিগত নির্বাচনগুলোয় যারা প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, তারা যেন এবার দায়িত্বে না থাকে তা উল্লেখ করেন তারা।
দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, গণহত্যার সাথে জড়িত দল আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে তাই ইসিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও আগামী নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স