ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৭:৫০:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৯:১৫:০৭ অপরাহ্ন
​সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা ​ফাইল ছবি
দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা করেছে সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নীতিমালা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সাল হাসান। 

নীতিমালায় প্রবেশ নিয়ন্ত্রণ, স্থায়ী-অস্থায়ী প্রবেশ পাম, দর্শনার্থী প্রবেশ পাস ও সচিবালয়ে প্রবেশের জন্য গাড়ির স্টিকার ব্যবহার বিষয়গুলো নীতিমালায় যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

প্রবেশ পাস সংক্রান্ত নীতিমালার বিষয়ে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ও অনুমোদিত পাস যা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশে ব্যবহৃত হবে। অস্থায়ী প্রবেশ পাস তিন মাস থেকে সর্বোচ্চ দুই বছর মেয়াদি এবং স্থায়ী প্রবেশ পাস দুই থেকে ১০ বছর মেয়াদি দেওয়ার কথা বলা হয়েছে। সচিবালয়ে প্রবেশে গাড়ির জন্য স্টিকার দেওয়া হবে। বেসরকারি ব্যক্তির জন্য এক বছর মেয়াদি এবং সরকারি কর্মকর্তাদের জন্য পাঁচ বছর মেয়াদি স্টিকারের কথা বলা হয়েছে। সবুজ, নীল ও হলুদ রঙের স্টিকার দেওয়া হবে। এছাড়াও লাল রঙের অস্থায়ী স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কমিটি গঠনের কথা বলা হয়েছে নীতিমালায়। প্রবেশ নিয়ন্ত্রণে গেটে নিরাপত্তা কর্মী দিয়ে যাচাই করা হবে। সচিবালয়ে যারা প্রবেশ করতে পারবেন তারা হলেন— সচিবালয়ে স্থায়ী-অস্থায়ী পাসধারী, সংসদ সদস্যরা, কূটনীতিক, সচিবালয়ের অভ্যন্তরে বিভিন্ন মন্ত্রণালয়ে অনুষ্ঠাতব্য সভা-সম্মেলনে আগত অংশগ্রহণকারী। জেনারেল পোস্ট অফিসের ডাক বহনকারী, সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশের জন্য ঠিকাদার, শ্রমিক ও সংবাদপত্র সরবরাহকারী। পূর্বানুমতিপ্রাপ্ত দর্শনার্থী একদিনের জন্য একবার প্রবেশ করতে পারবেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ