কুয়েটের উপচার্যকে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের নিন্দা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০২-২০২৫ ০৬:৫৯:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০২-২০২৫ ০৮:৫৬:২২ অপরাহ্ন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত মঙ্গলবার কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত শিক্ষার্থীরা উপাচার্য ড. মুহাম্মদ মাছুদকে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করে। একপর্যায়ে উচ্ছৃঙ্খল মব উপাচার্যের ওপর হামলা করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ নেন।
এতে আরও বলা হয়, বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত স্বাধীনতাবিরোধী একটি চক্র কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি। উপাচার্যকে হেনস্তা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে উপাচার্য ড. মুহাম্মদ মাছুদকে অবরুদ্ধ করে সংঘর্ষের ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে বলেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অবরুদ্ধ অবস্থায় কুয়েটের মেডিকেল সেন্টারের একটি কক্ষে চিকিৎসা নেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স