ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​বিস্কুট-কেকের ভ্যাট কমিয়ে অর্ধেক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৬:০৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৬:১১:০০ অপরাহ্ন
​বিস্কুট-কেকের ভ্যাট কমিয়ে অর্ধেক ​ছবি: সংগৃহীত
বেকারি পণ্য থেকে অতিরিক্ত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট তুলে নিয়েছে সরকার। এসব পণ্যে ১৫ শতাংশ নয়, এখন সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হবে। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর। 

প্রজ্ঞাপন অনুযায়ী, হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে যেসব কেকের প্রতিকেজির মূল্য ৩০০ টাকার বেশি সেগুলোতেও ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছিল সরকার। এ তালিকায় ছিল বেকারি পণ্যে বিস্কুট ও কেকও। এসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। নিত্যপণ্য বিস্কুটে ভ্যাট বসানোয় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ