ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​বাড়ি থেকে তুলে নিয়ে যুবলীগ কর্মীকে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৫:২১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৫:২১:৫৪ অপরাহ্ন
​বাড়ি থেকে তুলে নিয়ে যুবলীগ কর্মীকে হত্যা
চট্টগ্রামের রাউজান উপজেলায় হাসান (৩২) নামের এক যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। নিহত হাসান রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহমেদ হোসেন মেম্বারের বাড়ির বজল আহমেদ ড্রাইভারে ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানিয়েছে, বুধবার বিকাল ৪টার দিকে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত হাসানকে তার নোয়াপাড়া ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় তার স্রীজনসহ পরিবারের সদস্যরা দুর্বৃত্তদের বাধা দিয়েও ঠেকাতে পারেননি। পরে রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা খবর পান হাসানকে দুর্বৃত্তরা আহত করে পার্শ্ববর্তী গ্রাম পলোয়ান পাড়ায় ফলে যায়। খবর পেয়ে তার স্ত্রী ঝিনু আক্তারসহ স্থানীয়রা আহত হাসানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ঝিনু আক্তার বলেন, সন্ত্রাসীরা বিকালে অতর্কিতভাবে ঘরে ঢুকে হাসানকে খোঁজ করে। হাসান বিষয়টি টের পেয়ে খাটের নিচ ঢুকে পড়ে। খাটের নিচ থেকে তাকে বের করে মারতে মারতে ঘর থেকে নিয়ে যায়। আমরা বাঁধা দিয়েও সন্ত্রাসীদের দমাতে পারিনি। আমার স্বামী ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বাড়িতে ছিল না। বুধবার দুপুরের দিকে তিনি বাড়িতে আসেন। বিষয়টি জানতে পেরে বিকালে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী এসে তাকে জোর করে নিয়ে যায়।স্থানীয়রা জানান, নিহত হাসান রাউজান উপজেলা যুবলীগের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য সেকান্দরের একান্ত সহযোগী ছিলেন।

এই প্রসঙ্গে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্বৃত্তদের হামলায় একজন নিহত হয়েছে। তাকে কারা কী কারণে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসাদ আলী মাতব্বর পাড়ায় জুমার নামাজ পড়তে শহরের বাসা থেকে গ্রামে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ী। এ ঘটনার ২৫ দিনের মধ্যে নোয়াপাড়া ইউনিয়নে যুবলীগ কর্মী হাসান খুনের ঘটনা ঘটেছে।


বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ