ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​বইমেলা

জুলাইয়ের বইয়ে আগ্রহ বেশি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৪:১৬:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৪:১৬:০০ অপরাহ্ন
জুলাইয়ের বইয়ে আগ্রহ বেশি ​ছবি: সংগৃহীত
বইমেলায় প্রবেশ করতেই দেখা যায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার আর স্বৈরাচারবিরোধী গ্রাফিতি। আছে শহীদদের ছবিও। পাঠকদেরও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে অভ্যুত্থানকেন্দ্রিক বইয়ের প্রতি।

পাঠকরা বলছেন, জুলাই অভ্যুত্থানের মাত্র ছয় মাস পার হলেও এখনই এই আন্দোলনের ইতিহাস বিকৃতির একধরনের প্রবণতা দেখা যাচ্ছে। ইতিহাস বিকৃতি রোধের পাশাপাশি পরবর্তী প্রজন্মকে জুলাই অভ্যুত্থান সম্পর্কে প্রকৃত ধারণা দিতে গণঅভ্যুত্থান নিয়ে আরও গবেষণাধর্মী বই প্রকাশ করতে হবে।

আদর্শ প্রকাশনীর বিক্রেতা সায়মা জানান, আহম্মদ ফয়েজের সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান, ফাহমিদুল হকের জুলাই জাগরণের দিনলিপি, সালাহ উদ্দিন শুভ্রের 'আজাদি' বইগুলো রয়েছে পাঠকদের চাহিদার তালিকায়।

জুলাই অভ্যুত্থান নিয়ে বিভিন্ন প্রকাশনীর বই নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টল দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসাদুজ্জামান নূর সিয়াম বলেন, অভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন প্রকাশনীর প্রায় ৭০টি বই রয়েছে আমাদের স্টলে। সব বইয়ের বিক্রিই ভালো। এর মধ্যে আরিফ হোসেন সবুজের বাকশাল থেকে স্বৈরাচার, অলিউল্লাহ নোমানের শেখ হাসিনার গুম ও গণহত্যার রাজনীতি ও আশীফ এন্তাজ রবি'র ট্রেন টু ঢাকা বইয়ের কাটতি বেশি।

আরেক প্রতিনিধি বলেন, অভ্যুত্থানের স্পিরিটকে ছড়িয়ে দিতে এবং বইয়ের লেখার মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। পাঠক দর্শকরা এখানে আসছেন। ছবি তুলছেন ও বই কিনছেন। আমাদের বেশিরভাগ বই জুলাই আন্দোলনকেন্দ্রিক এবং সবই পাঠকদের পছন্দের তালিকায় রয়েছে।

প্রথমা প্রকাশনী থেকে জুলাই নিয়ে প্রকাশ পেয়েছে তিনটি বই। 'জুলাই', 'ছাত্র জনতার অভ্যুত্থান' এবং আসিফ নজরুলের লেখা 'শেখ হাসিনার পতনকাল'।

বইমেলায় কথা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ শাওনের সঙ্গে। তিনি বলেন, জুলাই আন্দোলনে আমি সক্রিয়ভাবে প্রথম থেকে অংশগ্রহণ করেছি। দেখেছি কী ঘটেছে। বইয়ের পাতায় সেটা আবার ফিরে দেখতে কেমন লাগে সেজন্য জুলাই সংক্রান্ত বই কিনছি। ইতিহাসকে ভিন্নভাবে লিখলেও তা আমরা বুঝতে পারবো।

কলেজ শিক্ষার্থী সৈকত আহমেদ দ্বীপ বলেন, আমরা আন্দোলনের সময় গ্রামে অবস্থান করায় অনেক কিছু দেখতে পারিনি। এখন ফেসবুকে একজন আরেকজনকে দোষারোপ করে। সঠিক ইতিহাস জানার সুযোগ শুধুমাত্র বইয়ের মাধ্যমেই সম্ভব। তাই জুলাই সংক্রান্ত কয়েকটি বই সংগ্রহ করছি।

 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ