ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​রাত ৮টা থেকে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০২-২০২৫ ০১:৪২:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৪:২১:২২ অপরাহ্ন
​রাত ৮টা থেকে বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক ​ফাইল ছবি
শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে করা ব্রিফিংয়ে তিনি বলেন, রাজধানীর ৭টি পয়েন্ট ব্যারিকেড দিয়ে বন্ধ থাকবে এবং আমরা এ ব্যারিকেড দিব আজ রাত ৮টা থেকে ৯টার মধ্যে।

কমিশনার বলেন, প্রতিবারের মতো এবারও শহীদ মিনারে প্রথমে ভিভিআইপি, তারপর ভিআইপি এবং পরবর্তীতে জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে ওই সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ করছি। ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেয়া হবে বলেও জানান।

মো. সাজ্জাত আলী বলেন, রাতে যারা আসবেন তারা নির্দিষ্ট সময়েই আসার অনুরোধ করছি। বেদীতে ফুল দেয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপত্তাহীনতার কোনো শঙ্কা নেই। ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত পুলিশ সদস্যরা এ এলাকায় কড়া নিরাপত্তায় সচেষ্ট থাকবে। দুর্ঘটনা এড়াতে সচেতন থাকবো আমরাও। তবে মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী নিজ নিজ দায়িত্বে রাখতে হবে। 

ডিএমপি কমিশনার বলেন, কোনও রকমের দাহ্য পদার্থ বা বিস্ফোরক বা এমন কোনও কিছু নিয়ে যাতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা আছে। শহীদ মিনারের চারপাশে ১ কিলোমিটার জায়গার ভেতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবে।’

এদিকে, অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রুট অনুসরণে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বসাধারণের পায়ে হেঁটে চলাচলের পথ
 পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রবেশ এবং শ্রদ্ধা নিবেদন শেষে রোমানা ক্রসিং- দোয়েল চত্বর ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবেন।

রাস্তা বন্ধ/রোড ডাইভারশন
২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি বেলা ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহিদ মিনার ও আশেপাশের নিম্নলিখিত এলাকাগুলোতে রাস্তা বন্ধ/রোড ডাইভারশন দেয়া হবে:
১। শাহবাগ ক্রসিং
২। নীলক্ষেত ক্রসিং
৩। শহিদুল্লাহ হল ক্রসিং
৪। হাইকোর্ট ক্রসিং
৫। চাঁনখারপুল ক্রসিং
৬। পলাশী ক্রসিং ও
৭। বকশীবাজার ক্রসিং।

বকশি বাজার থেকে জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল থেকে রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি থেকে শিববাড়ী ক্রসিং সড়ক এবং উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা
কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় ডাইভারশন পয়েন্টসমূহ ব্যতীত নিম্নল্লিখিত রাস্তাসমূহে যানবাহন চলাচল করবে। যানবাহন চলাচলের রাস্তাসমূহ নিম্নরূপ:
> কাঁটাবন ক্রসিং-নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং। → শাহবাগ ক্রসিং-কাঁটাবন ক্রসিং-বাটা সিগনাল ক্রসিং-সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড। শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং-কদম ফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং-আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং।
> হাইকোর্ট ক্রসিং-বঙ্গবাজার ক্রসিং-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং।
> শাহবাগ ক্রসিং-হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং-বাংলামোটর ক্রসিং-সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং।
> বকশীবাজার ক্রসিং-চাঁনখারপুল ক্রসিং-নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।

গাড়ি পার্কিং স্থানসমূহ
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) গাড়ি পার্কিংয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ নির্ধারিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ এবং নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং সর্বসাধারণের গাড়ি পার্কিং করার জন্য নির্ধারিত করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বসাধারণকে কোনো প্রকার ব্যাগ, কার্টুন, দাহ্য পদার্থ বহন করতে নিষেধ করেছে ডিএমপি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ