ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার যাবেন যে পথে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৭:৩৪:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৮:৩৩:১৭ অপরাহ্ন
​একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার যাবেন যে পথে ​ফাইল ছবি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এবং আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যানজট এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিতে সর্বসাধারণের জন্য নির্দিষ্ট পথ ও ডাইভারশন পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পায়ে হেঁটে চলাচলের পথ
পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং হয়ে জগন্নাথ হল ক্রসিং দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর ক্রসিং দিয়ে গন্তব্যে ফিরতে হবে। 

ডাইভারশন পয়েন্ট
২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ৩টা পর্যন্ত শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহিদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং, বকশীবাজার ক্রসিংয়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এছাড়া, বকশীবাজার থেকে জগন্নাথ হল ক্রসিং, চাঁনখারপুল থেকে রোমানা চত্বর, টিএসসি থেকে শিববাড়ী ক্রসিং, উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে যান চলাচল নিষিদ্ধ থাকবে। 

গাড়ি চলাচলের বিকল্প রুট
কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নির্ধারিত রুট ছাড়া অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে না। 

নির্ধারিত বিকল্প রুট
কাঁটাবন থেকে নীলক্ষেত-পলাশী-বকশীবাজার হয়ে চাঁনখারপুল যেতে হবে। শাহবাগ থেকে কাঁটাবন-বাটা সিগনাল-সায়েন্স ল্যাব হয়ে মিরপুর রোডে যেতে হবে। শাহবাগ থেকে মৎস্য ভবন-কদমফোয়ারা-হাইকোর্ট-আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্টে যেতে হবে। হাইকোর্ট থেকে বঙ্গবাজার-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ মাজার হয়ে ফুলবাড়ীয়া যেতে হবে। অন্যদিকে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল-বাংলামোটর-সোনারগাঁও হয়ে ফার্মগেটে যেতে হবে। এছাড়াও বকশীবাজার থেকে চাঁনখারপুল-নিমতলী হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার উঠতে হবে।  

গাড়ি পার্কিং স্থান 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে ভিআইপি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠে। সাধারণ জনগণ পার্কিং করতে পারবেন নীলক্ষেত থেকে পলাশী ক্রসিং পর্যন্ত।  

বিশেষ নির্দেশনা
২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪৫ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শ্রদ্ধা নিবেদনকারী দর্শনার্থীদের ব্যাগ, কার্টুন, দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব নাগরিককে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ