ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​উত্তরায় হামলার শিকার সেই যুগল দম্পতি নন!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৬:২২:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৮:২৩:২৯ অপরাহ্ন
​উত্তরায় হামলার শিকার সেই যুগল দম্পতি নন! ​ছবি: সংগৃহীত
উত্তরায় হামলার শিকার সেই যুগল স্বামী-স্ত্রী নন বলে জানিয়েছেন শম্পা বেগম।  নিজেকে আহত ব্যক্তির প্রকৃত স্ত্রী দাবি করে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাসায় সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি।

মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তিকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচিত করা হলেও, তাদের মধ্যে কোনো বৈধ সম্পর্ক নেই বলে দাবি করেন শম্পা। তারা কেবল সহকর্মী বলে জানিয়েছেন তিনি।

উত্তরা ৭ নম্বর সেক্টরে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন কিশোর গ্যাংয়ের দুই সদস্য। এ সময় পুরুষকে বাঁচাতে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এক নারী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা। একাধিক গণমাধ্যমে খবরের শিরোনাম করা হয়, স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী, ভাসছেন প্রশংসায়। ঘটনার একদিন পর আজ জানা গেল নতুন এই তথ্য।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শম্পা জানান, ২০১৬ সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে, যাদের বয়স ৫ ও ৪ বছর। শম্পা অভিযোগ করেন, ইপ্তির সঙ্গে তার স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে। তবে, তাদের বিয়ে হয়েছে কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইভেন্ট ম্যানেজমেন্টে কর্মরত মেহেবুল ঘটনার দিন সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন। শম্পা জানান, স্বামী বাইরে থাকলে তিনি সাধারণত তার সঙ্গে যোগাযোগ করেন না। হামলার বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন। তবে, ওই রাতে মেহবুল কেন উত্তরায় গিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

শম্পা বলেন, তার স্বামী (মেহেবুল হাসান) আহত হওয়ার পর তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তাকে ভয় দেখানো হয়েছে। শম্পা বলেন, ‘আমি যেনো কিছু স্বীকার না করি। তারা আমাকে ভয় দেখাচ্ছে, আমি যেনো এই বাসা থেকে বের হয়ে যাই। আমাদের বিয়ে হয়েছে ২০১৬ সালে। আমাদের দুটি সন্তান রয়েছে। তাদের নিয়ে কোথায় যাব। এক সন্তানের বয়স ৪ বছর আরেকটির বয়স ৫ বছর।’

জানা যায়, মেহেবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন। ঘটনার দিন সকালে তিনি বাসা থেকে বের হয়ে যান। শম্পা জানান, সাধারণত স্বামী বাসার বাইরে থাকলে তার সঙ্গে যোগাযোগ করেন না, তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ দেখে হামলার বিষয়টি জানতে পারেন।

এদিকে, উত্তরায় ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাজীপুরের কোনাবাড়ী ও টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)। এ ঘটনায় এর আগে মো. মোবারক হোসেন (২৫) রবি রায় (২২) ও মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২) নামের আরও তিনজন গ্রেপ্তার ছিলেন।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ