বাংলাদেশ-ভারত সীমান্তে যৌথভাবে ভাষা দিবস পালনে সংশয়
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-০২-২০২৫ ০৪:১৪:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০২-২০২৫ ০৪:১৪:৪৩ অপরাহ্ন
প্রতীকী ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এবার ভারত-বাংলাদেশ সীমান্তে যৌথ আয়োজনের কোনও তৎপরতা এখনও দেখা যাচ্ছে না। বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সীমান্তবর্তী পেট্রাপোল ও বেনাপোলের নো ম্যানস ল্যান্ডে এবার ২১ ফেব্রুয়ারি যৌথ আয়োজন ঘিরেই অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভারতের বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে ভাষাদিবস অনুষ্ঠান নিয়ে কোনও আলোচনার প্রস্তাব আসেনি।
পশ্চিমবঙ্গে সিপিএম এর সময় থেকে ২১ ফেব্রুয়ারিতে সীমান্ত এলাকায় যৌথ উদ্যোগে ভাষা দিবস পালন শুরু হয়েছিল। ভারতের ছয়ঘরিয়া গ্রাম, বনগাঁ পঞ্চায়েত সমিতি ও বনগাঁ পৌরসভার উদ্যোগে প্রতি বছর এদিন পেট্রাপোল সীমান্তে যথাযথ শ্রদ্ধার সঙ্গে ভাষা দিবস পালন করা হয়। আর বাংলাদেশ অংশের বেনাপোল সীমান্তেও দিনটি যথাযথ মর্যাদার সহিত পালিত হতো।
দু’দেশের অতিথিরা জিরো পয়েন্টে শহিদ বেদিতে মালা প্রদান করতেন। ২১ ফেব্রুয়ারি কিছু সময়ের জন্য খুলে দেওয়া হতো দু’দেশের গেট। দুই বাংলার মানুষ শুভেচ্ছা বিনিময় করতেন। একটাই মঞ্চ হতো। সেখানে ভারত ও বাংলাদেশের অতিথিরা উপস্থিত থাকতেন। তবে নিরাপত্তার স্বার্থে গত কয়েক বছর ভাষা দিবসের অনুষ্ঠানে সেই দৃশ্য দেখা যায়নি। তবে এবার যৌথ উদ্যোগের সম্ভাবনা দেখা না গেলেও প্রতিবারের মতোই ভাষা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বনগাঁ ও ছয়ঘরিয়ার পঞ্চায়েত সমিতি। পৃথকভাবে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবে বনগাঁ পৌরসভা।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স