সাবেক আইজিপি শহিদুল হকের দুই বস্তা নথিপত্র উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০২-২০২৫ ০১:৪৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০২-২০২৫ ০১:৪৩:৫৫ অপরাহ্ন
ফাইল ছবি
পুলিশের সাবেক আইজি এ কে এম শহিদুল হকের লুকিয়ে রাখা দুই বস্তা নথিপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তার এক আত্মীয়ের বাসা থেকে এসব নথিপত্র উদ্ধার করা হয়।
দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, পুলিশের সাবেক আইজি একেএম শহিদুল হক অবৈধ পথে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
এই অনুসন্ধান কার্যক্রমের এক পর্যায়ে দুর্নীতি দমন কমিশন গোয়েন্দা তথ্যে জানতে পারে শহিদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত দুই বস্তা নথিপত্র একজন নিকটাত্মীয়ের কাছে পাঠিয়েছেন। ওই আত্মীয় আবার ওইসব নথিপত্র গোপন রাখার জন্য অপর এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেন।
এমন সংবাদ পেয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশিকালে দুইটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়। যার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব এটর্নি, সংঘ স্মারক, বন্ড, এফডিআরের ছায়ালিপি, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স