কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০২-২০২৫ ১২:২২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০২-২০২৫ ০৪:৪৫:২৫ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
বাবার নামে চুরির অপবাদের প্রতিবাদ করতে গিয়ে ১৫ বছরের এক কিশোরীকে ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখা গ্রামে এ ঘটনা ঘটে।
নবম শ্রেণীর ওই ছাত্রীকে মারধরের পর সকাল ৯টার দিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেল ৩টার দিকে গিয়ে কিশোরীকে উদ্ধার করে রাজারহাট থানা পুলিশ। স্থানীয় সাংবাদিক খন্দকার আরিফ জানান, তিনি গিয়ে ওই কিশোরীকে গাছের সঙ্গে বাঁধা দেখেছেন। তার উপস্থিতিতে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের নামও জানিয়েছেন ওই ভুক্তভোগী কিশোরী।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীর ছোটবোন আশামনি (৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছে। তার দাদি নাতনির চিকিৎসার খরচের জন্য ওই কিশোরীর বাবাকে একটি গরু দেন। ওই কিশোরীর দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের ওই কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন। বাবাকে দেওয়া অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদেরের উঠানে ওই কিশোরীকে বেঁধে রেখে নির্যাতন করা হয়।
গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে ভিডিওতে বলতে শোনা যায়, অপবাদের প্রতিবাদ করতে আসলে এবং দাদির সঙ্গে দেখা করতে আসলে তার দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের কয়েকজনের সহায়তায় সকাল ৯টার দিকে তাকে বেঁধে রাখেন। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেন এবং মারধর করে হাঁটুতে গলায় এবং পিঠে জখম করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগ পাওয়ামাত্র আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স