ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত সেই ২৬ শ্রমিক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৪:৫৪:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৪:৫৪:৩৮ অপরাহ্ন
​মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত সেই ২৬ শ্রমিক ​ফাইল ছবি
বান্দরবানে লামা ফাঁসিয়াখালী এলাকা থেকে অপহরণ হওয়া ২৬ রবার শ্রমিক মুক্তি পেয়েছেন। ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে ফাঁসিয়াখালী মুরুংঝিরি পাড়া এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে, গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) ফাঁসিয়াখালীর ছয়টি রাবার বাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ করা হয়েছিল। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে অপহরণের শিকার ২০ জন শ্রমিকের নাম জানা গেছে। তারা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। তারা সবাই কক্সবাজার জেলার রামু, ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। মুক্তি পাওয়া বাকি ছয়জনের নাম-পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী জানান, ছয় বাগানের মালিক অপহৃত ২৬ জন শ্রমিকের জন্য অপহরণকারীদের ১০ লাখ টাকা দেন। মো. ফোরকান নামে রাবার বাগানের এক মালিক বলেন, “দশ লাখ টাকা মুক্তিপণে শ্রমিকদের ছেড়ে দিয়েছে। অপহৃতদের মুক্তি দেওয়ার আগে অনেককে মারধর করা হয়েছে। বর্তমানে তারা কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।” 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, “অপহৃত শ্রমিকদের উদ্ধারে গত ১৬ ফেব্রুয়ারি থেকে যৌথ বাহিনীর অভিযান চলছিল। মঙ্গলবার ভোরে অপহরণকারীরা শ্রমিকদের ছেড়ে দেয়। মুক্তিপণ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।”

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ