ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​সুনামগঞ্জ-সিলেট সড়কে কর্মবিরতির ডাক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৪:৪৭:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৪:৪৭:২৬ অপরাহ্ন
​সুনামগঞ্জ-সিলেট সড়কে কর্মবিরতির ডাক ​ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন শ্রমিকদের মালিকানাধীন নিলাদ্রি পরিবহন নামে একটি এসি বাস চলাচল করতে না দেওয়ার অভিযোগ করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদ। তাদের ভাষ্য, আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারির) মধ্যে বাস চলাচলের অনুমতি না দিলে পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন থেকে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতারা। কর্মবিরতি ডাক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ। 

পরিবহন শ্রমিকরা জানান, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে পাঁচ মাস আগে একটি এসি বাস কেনা হয়। শ্রমিকদের কেনা এসি বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধ দেয় সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতি। বাস চলাচলে অনুমতি পেতে দীর্ঘদিন সংশ্লিষ্টদের কাছে ধর্ণা দেওয়া হলেও উপেক্ষিত থাকছে দাবিটি। ফলে আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে বাস চলাচলের অনুমতি না দিলে পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন নেতারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ। সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া  বলেন, “আমাদের চারটি সংগঠন নিয়ে একটি ব্যানারে বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির নিলাদ্রি বাস চলছে। এখন তারা হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে আমাদের বাসের নামে বাস চালাতে চায়।”

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ