শর্ট সার্কিটের আগুনে মুরগিসহ খামার পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০২-২০২৫ ০৪:৩৩:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০২-২০২৫ ০৪:৩৩:৫১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দিনাজপুরের খানসামায় একটি পোলট্রি খামারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৩ হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ববাসুলী বটতলা বাজারের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ফার্মের বেলাল ও হাছান জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে মুরগির ফার্মটিতে আগুন লাগে। এসময় ফার্মের লোকজন ঘুমিয়ে থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। এসময় খামারে ৩ হাজার (১৫ দিন বয়সী) মুরগিসহ সব অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত সাড়ে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবু সায়েম বলেন, খবর পেয়ে দ্রুত পোলট্রি খামারে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। চারপাশে প্রচুর প্লাস্টিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই খামারটি পুড়ে ছাই হয়ে যায়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স