ট্রেনের ধাক্কায় বরের গাড়ি ধানক্ষেতে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০২-২০২৫ ০৪:০৭:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০২-২০২৫ ০৪:০৭:০৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বরের জন্য সজ্জিত প্রাইভেটকারটি উঠলো রেলক্রসিংয়ে। বন্ধ হয়ে গেলো স্টার্ট। বারবার চেষ্টা করেও ব্যর্থ চালক। এ সময় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেটি উড়ে গিয়ে পড়লো পাশের ধানক্ষেতে। অবশ্য এ সময় গাড়িতে বর ছিলেন না। এতে গুরুতর আহত হয়েছেন গাড়িচালক। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বরকে নিয়ে যাওয়ার জন্য প্রাইভেটকার সাজিয়ে চালক একাই সেটি নিয়ে যাচ্ছিলেন বরের বাড়িতে। ফেঞ্চুগঞ্জ রেলক্রসিংয়ে ওঠার সঙ্গে সঙ্গে প্রাইভেটকারের স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় চালক বারবার স্টার্ট দিয়ে চালুর চেষ্টা করছিলেন। কিন্তু গাড়ি চালু হচ্ছিল না। এ সময় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে প্রাইভেটকারকে ধাক্কা দিলে সেটি পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে গিয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক। দুমড়েমুচড়ে যায় গাড়িটি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, ‘দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের চালককে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার পরিবারের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স