ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​কিশোরগঞ্জে ২ স্কুলছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৩:৩২:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৩:৩২:১১ অপরাহ্ন
​কিশোরগঞ্জে ২ স্কুলছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ ​ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ কটিয়াদীতে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা। তারা এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। ফলে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সকাল ১১টার দিকে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন তারা। 

নিহত আলী আকবর (১৪) কটিয়াদী উপজেলার মধ্যপাড়া গ্রামের ফারুক আহমেদের ছেলে। জুনায়েদ (১২) একই গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে। তারা মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিতে আলী আকবর ও জুনায়েদ একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। স্কুলে পৌঁছার একটু আগে মধ্যপাড়া সড়কে ঢাকাগামী উজান ভাটি পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আলী আকবরের মৃত্যু হয়। আহত জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”

তিনি আরো বলেন, “ঘটনার পর শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। তিন ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।”

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ