বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তনের উদ্যোগ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-০২-২০২৫ ০২:৪৮:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০২-২০২৫ ০২:৪৮:২৯ অপরাহ্ন
ফাইল ছবি
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে 'বাংলাদেশ স্যাটেলাইট-১' (বিএস-১) করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা কয়েকটি স্থাপনার নামও পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।
এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এক সিদ্ধান্তে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে অভ্যুত্থানে তৎকালীন সরকারের সঙ্গে জড়িত সকল ব্যক্তির নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিল করা হবে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী, সকল মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, নাম পরিবর্তনের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এরই মধ্যে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া—এই দুটি স্থাপনার নাম পরিবর্তন করে যথাক্রমে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া করা হচ্ছে।
জানতে চাইলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মুখপাত্র ওমর হায়দার বলেন, উপদেষ্টা পরিষদের এক সিদ্ধান্তে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সেটা প্রজ্ঞাপন আকারে আসবে।
উল্লেখ্য, ১১ মে ২০১৮ সালে বাংলাদেশের এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স