ঢাকা , বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​সড়কের মৃত্যু থামছে না

রাজধানীতে স্বামী-স্ত্রীসহ সারাদেশে ১১জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৭:১৭:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৭:১৭:৫৪ অপরাহ্ন
রাজধানীতে স্বামী-স্ত্রীসহ সারাদেশে ১১জনের মৃত্যু ​ছবি: সংগৃহীত
সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৩০জন। এর মধ্যে রাজধানীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর। তবে বেঁচে রইল তাদের মেয়ে। সোমবার (১৭ফেব্রুয়ারি) বাংলাস্কুপের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার জানান- রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের মেয়ে আহত হন। সোমবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—আব্দুল জব্বার ও তার স্ত্রী রুনা আক্তার। আর তাদের মেয়ে জুঁই আক্তার (১৪) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, নিহতরা রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান গণমাধ্যমকে বলেন, আজ সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। পরে স্থানীয় হাসপাতালে মারা যান আব্দুল জব্বার।তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ৫টি গাড়ির সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। ঢাকামুখী লেনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট ৫টি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ২০ জন আহত হয়েছে। অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। আমাদের লোক ওখানে কাজ করছে।

সাভার (ঢাকা) প্রতিনিধি জানান- ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এবং বালিথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানাধীন সিংদাইর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন (২৮)। অপরজন মানিকগঞ্জের উচুটিয়া এলাকার সাগর লৌহকারের ছেলে সুভাষ লৌহকার (৭৫)। এর মধ্যে, বাবুল-শারমিন ধামরাইয়ে একটি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, গত রাতে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন বাবুল-শারমিন দম্পতি। বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, বালিথা এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় সুভাস লৌহকার নিহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, ‘‘পৃথক ঘটনায় তিন জন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’  

পিরোজপুর প্রতিনিধি জানান-পিরোজপুরের নাজিরপুরে ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার সকালে নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৩৫) ও মাহাবুব মোল্লার ছেলে ইয়াদ আলী মোল্লা (১৫)। এ ঘটনায় উপজেলার হুগলাবুনিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে ভ্যানচালক মইন শেখ (১৫) গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফেনী প্রতিনিধি জানান- ফেনীতে মরদেহবাহী অ্যাম্বুলেন্স চাপায় হৃদয় (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুরে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় লক্ষ্মীপুর জেলার বিবির হাট এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, হৃদয় মহাসড়কের ঢাকামুখী লেনের পাশ দিয়ে হেঁটে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। এসময় মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে রাস্তার নিচে পড়ে যায়। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হৃদয়ের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান- নাটোরের বড়াইগ্রামের একই স্থানে দুর্ঘটনার শিকার হয়েছে তিনটি যানবাহন। এতে একজন নিহত হয়েছেন। সোমবার উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নাহিদ হোসেন (৩০)। পেশায় গাড়ি চালক নাহিদ নওগাঁ সদর উপজেলার ভবানীপুর ডানা পার্ক এলাকার শাহিন আলমের ছেলে। লাশ উদ্ধার করে স্বজদের নিকট হস্তান্তর করেছে পুলিশ। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন এ কথা জানান। 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান- নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান রঞ্জু(৩৮) নামের একজন ওই গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়। নিহত পশু চিকিৎসক উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের আলহাজ্ব ওয়ারেছ আলী মন্ডলের ছেলে। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, মৃতের পারিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান- সারবাহী ট্রাক, ফলবাহী পিকআপ ও চিটাগুড়বাহী লড়ি একদিকেই যাচ্ছিলো এবং একে অপরযানের পেছনেই ছিলো। হঠাৎ সামনে থাকা সারবাহী ট্রাক গতি কমিয়ে দিলে পেছনের চিটাগুড়বাহী লড়ি মাঝখানে থাকা আঙ্গুরফলবাহী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি সামনের ট্রাকের পিছনে দুমড়েমুচড়ে ঢুকে পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয় ওই পিকআপের চালক। সোমবার ভোর ৬টার দিকে বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত পিকআপ চালকের নাম আকাশ প্রামাণিক নাহিদ (৩৪)। সে নওগাঁ জেলা সদরের ভবানীপুর রাজাকপুর গ্রামের মৃত শাহীন হোসেনের ছেলে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন এ তথ্য জানান। 

গোপালগঞ্জ প্রতিনিধি জানান- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৫২) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলামের বাড়ি মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম। তিনি দৈনিক ‘৭১ বাংলাদেশ’ পত্রিকার সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. রকিবুজ্জামান। তিনি জানান, মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর পড়ে যায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে সাংবাদিক রফিকুল ইসলাম মারা যান। তিনি আরও বলেন, ‘পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ