চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
আপলোড সময় :
২৮-০৯-২০২৪ ১১:৫৬:৪৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৮-০৯-২০২৪ ১১:৫৬:৪৪ পূর্বাহ্ন
বাংলা স্কুপ, ২৮ সেপ্টেম্বর ২০২৪:
চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। তবে বাসমতি চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এখনও রয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, রপ্তানিকারক বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন। চাল রপ্তানির পাশাপাশি রপ্তানি শুল্কের হার কমানো হয়েছে। বর্তমানে তা ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। খবর এনডিটিভির।
গত বছর ভারতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে চাল উৎপাদন ব্যহত হয়। ফলে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে ২০২৩ সালের ২০ জুলাই বিশ্ববাজারে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার।
ভারত চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছিল চালের দাম। রয়টার্সের তথ্য অনুযায়ী, শতকরা হিসেবে সব ধরনের চালের দাম বেড়েছিল ১১ দশমিক ৭ শতাংশ, যা গত ১১ বছরে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স