ঢাকা , বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রোজায় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে : ডেসকো চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৭:০৫:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৭:০৫:২৫ অপরাহ্ন
রোজায় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে : ডেসকো চেয়ারম্যান ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রমজান মাস ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। কোনো গ্রাহক যেন বিদ্যুৎ বিভ্রাটের শিকার না হন, তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ও পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর নিকুঞ্জে সংস্থাটির প্রশিক্ষণকেন্দ্রে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন,  আমাদের মূল লক্ষ্য গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করা। আসন্ন রমজান ও গ্রীষ্ম মৌসুমে যেন কোনো গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের শিকার না হন, সে বিষয়ে আমরা বিশেষ ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও তিনি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।

আসন্ন রমজান মাস ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং ডেসকোর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সভার আয়োজন করা হয়। সভায় ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ এনডিসি, পিএসসি এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডেসকো কর্মকর্তারা আসন্ন রমজান মাস এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ইফতার, সেহরি এবং তারাবির নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সম্ভাব্য চ্যালেঞ্জ ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গ্রাহকদের যেকোনো সমস্যার দ্রুত সমাধান করতে অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও সভায় ডেসকো'র বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ