অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫২৯
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০২-২০২৫ ০৬:০৯:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০২-২০২৫ ০৬:০৯:১৫ অপরাহ্ন
দেশজুড়ে চলমান যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৫২৯ জন, অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে ৯৭৪ জনসহ মোট ১৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের কাছ থেকে পিস্তল, রামদা, শুটার গান, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের দাবির মুখে গত ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযান শুরু হয়। দেশব্যাপী এ বিশেষ অভিযান শুরুর প্রেক্ষাপট তৈরি হয় গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা এবং ভাঙচুর এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর প্রাণঘাতী আক্রমণের ঘটনায়। ওই হামলায় গুরুতর আহত একজন মারা গেছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স