দেশে প্রথমবার চালু হলো পোষা প্রাণীর অ্যাম্বুলেন্স
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-০২-২০২৫ ০৪:১৫:১০ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০২-২০২৫ ০৪:১৫:১০ অপরাহ্ন
প্রতীকী ছবি
দেশে প্রথমবারের মতো পোষা প্রাণীর জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ‘সুস্থতা’ নামের একটি প্রতিষ্ঠান। গত ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হয়েছে। যানবাহনের অভাবে অসুস্থ পোষা প্রাণীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারে—এই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‘সুস্থতা’-র চেয়ারম্যান অ্যাঞ্জেলো আফনান হামিদ ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "যেকোনো পোষা প্রাণীর মালিকের জন্য সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোর মধ্যে একটি হলো, যখন তাদের প্রাণীটি অসুস্থ হয়ে পড়ে। আমার নিজের পোষা কুকুর ছিল, কিন্তু যানবাহনের অভাবে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে আমাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। অনেক চালক পোষা প্রাণী বহনে রাজি হতেন না। তখনই বুঝতে পারি, মানুষের মতো পোষা প্রাণীর জন্যও ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সেবা প্রয়োজন।"
প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মেজবাউল আমিন বলেন, "এই অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে পোষা প্রাণীকে কাছাকাছি পশুচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যাবে, এমনকি শহরের বাইরেও পাঠানো সম্ভব হবে।"তিনি আরও জানান, "আমাদের লক্ষ্য খুব সাধারণ—কোনো পোষা প্রাণী যেন যানবাহনের অভাবে চিকিৎসা না পায়। জরুরি হোক বা নিয়মিত চেকআপ, এই অ্যাম্বুলেন্স সার্ভিস সারাদেশে কাজ করবে।"
অ্যাম্বুলেন্স সেবা প্রি-বুক করা যাবে www.susthotaa.com এ। আর জরুরি সেবার জন্য কল করতে হবে 09601 222 777 নম্বরে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স