আতিকসহ ৫ আ.লীগ নেতাকে গ্রেপ্তার দেখালো ট্রাইব্যুনাল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০২-২০২৫ ০৩:১৭:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০২-২০২৫ ০৩:১৭:৪৭ অপরাহ্ন
প্রতীকী ছবি
রাজধানীর উত্তরায় জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক মেয়র আতিকসহ ৫ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আতিকুল ছাড়া বাকি পাঁচ আসামি হলেন রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।
এর আগে, ১১ ফেব্রুয়ারি তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিভিন্ন মামলায় তারা বর্তমানে কারাগারে আছেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিভিন্ন মামলায় তারা বর্তমানে গ্রেপ্তার আছেন। গণ-অভ্যুত্থানের সময় ঢাকা উত্তরে প্রায় ২০০ লোক নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে ভূমিকা ছিল আতিকুল ইসলামের। আর অন্য আসামিরা সরাসরি নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে থেকে তা বাস্তবায়ন করেছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স