ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বরই দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ করল ৬০ বছরের বৃদ্ধ

আপলোড সময় : ১৭-০২-২০২৫ ১১:০০:৪৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০২-২০২৫ ১১:০০:৪৯ পূর্বাহ্ন
বরই দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ করল ৬০ বছরের বৃদ্ধ সংবাদচিত্র: সংগৃহীত
ঢাকার ধামরাই উপজেলায় মাদরাসার ছাত্রীকে (৮) গাছ থেকে বরই পারার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এই অভিযোগে রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু। গ্রেপ্তারকৃত আবুল হোসেন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিউয়নের শিয়ালকুল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে আবুল হোসেন ভিক্টিমকে বরই পাড়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকার সবাই জানলে আবুল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু বলেন, ‘আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে আটক করে থানায় নিয়ে আসি। আবুল হোসেনকে গণধোলাই দেওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ