বর্ধিত সভা ডেকেছে বিএনপি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০২-২০২৫ ০৬:২৮:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০২-২০২৫ ০৬:২৮:২৫ অপরাহ্ন
বর্ধিত সভার আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীতে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। তবে সভার স্থান এখনো চূড়ান্ত হয়নি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
এই বর্ধিত সভা বাস্তবায়নে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ছয়টি উপকমিটিও গঠন করা হয়েছে।
রুহুল কবির রিজভী জানান, বর্ধিত সভায় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা অংশ নেবেন।
চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জেলা বিএনপির সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব; উপজেলা, থানা ও পৌর বিএনপি’র সভাপতি/ আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/ সদস্য সচিব, কেন্দ্রীয় ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/ আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও প্রাথমিক মনোনয়ন পাওয়া দলের প্রার্থীরা অংশগ্রহণ করবেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স